ইরানের নতুন বিমানবাহিনী প্রধানের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৭:৫৬ পিএম


ইরানের নতুন বিমানবাহিনী প্রধানের নাম ঘোষণা
আইআরজিসি নতুন এয়ারস্পেস কমান্ডার মেজর জেনারেল মজিদ মোসাভি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নতুন এয়ারস্পেস কমান্ডারের নাম ঘোষণা করেছে ইরান। তার নাম মেজর জেনারেল মজিদ মোসাভি বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিজ্ঞাপন

শনিবার (১৪ জুন) জারি করা এক আদেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন বিমানবাহিনী প্রধান হিসেবে মেজর জেনারেল মজিদ মোসাভিকে নিয়োগ দেন। তিনি নিহত আমির আলী হাজিকাদেহের স্থলাভিষিক্ত হলেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ইসরায়েলের হামলায় বিমানবাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ নিহত হওয়ার পর নতুন এই কমান্ডার নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

বিজ্ঞাপন

ইসরায়েলের চালানো বিমান হামলায় নিহত আইআরজিসির দীর্ঘদিনের এয়ারোস্পেস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ ছিলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি উন্নয়নের অন্যতম প্রধান রূপকার। তার মৃত্যুকে তেহরান একটি ‘শহাদাত’ হিসেবে অভিহিত করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়োগপ্রাপ্ত মজিদ মোসাভি বিভিন্ন সময়ে আইআরজিসির কৌশলগত প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, তার নেতৃত্বে ইরানের প্রতিরক্ষা কাঠামো আরও আধুনিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

মজিদ মোসাভির নিয়োগের পর বিশ্লেষকরা বলছেন, এই দ্রুত নিয়োগ ইঙ্গিত দেয় যে, ইরান তার সামরিক কাঠামোতে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। খামেনির এই পদক্ষেপ দেশটির জনগণ এবং বিশ্বকে স্পষ্ট বার্তা দেয় যে, শীর্ষ কমান্ডার শহীদ হলেও দেশটির প্রতিরক্ষা ও প্রতিশোধের সক্ষমতা অটুট থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission